সারা বিদ্যালয়ে ছিলো তোমাদের
নাম....,
কোথাও ছিলামনা... আমি
সবায় ছোটে আপোন জনের কাছে,
আপন জনরে পায়না দেখা আমি
সারা বিদ্যালয় ছিলো মুখরিত
তোমাদের আলোই আর কলাহরে
আমি নীরবে তা শুধু তাকিয়ে দেখেছি
করিনি কোন প্রশ্ন এই মনটারে,
সবায় কত সেজেছে সেজেছে কত রংএ
আমি আজ সেজেছি সাদা কালোর তরে
যেদিকে তাকায় শুধুই হাসি
নেইযে কোন কান্না
আজ আমি হাসির মাঝে
করিয়ে শুধু কান্না....#ratin
No comments:
Post a Comment